ঢাকা | শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ ইং | ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অতিভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা

author
Editor

প্রকাশিত : May 28, 2025 ইং
ad003
যাযাদি ডেস্ক

দেশের চারটি বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে। এতে চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের আশংকা দেখা দিয়েছে।

সোমবার (২৬ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে আগামী বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

অতিভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও পাহাড় ধসের আশংকা রয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা শক্তি সঞ্চয় করে পরবর্তীতে নিম্নচাপেও পরিণত হওয়ার আভাস রয়েছে। যে কারণে ভারী বৃষ্টিপাত হওয়ার আভাস রয়েছে।

১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিপাতকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বর্ষণকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি ধরণের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বর্ষণকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে সেই অবস্থাকে অতিভারী বৃষ্টিপাত বলে থাকে আবহাওয়া অফিস।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
Editor

Editor

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT