ঢাকা | শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ ইং | ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মূল্যস্ফীতিতে স্বস্তির বার্তা

author
Editor

প্রকাশিত : Jun 2, 2025 ইং
ছবি - সংগৃহীত ছবি - সংগৃহীত
ad003
যাযাদি ডেস্ক

সদ্য সমাপ্ত মে মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। এপ্রিল মাসের তুলনায় মে মাসে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ১২ শতাংশ।

সোমবার (২ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া মে মাসের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে এমন চিত্র দেখা গেছে।

বিবিএস জানায়, এপ্রিল মাসের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৭ শতাংশ।

যা মে মাসে কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৫ শতাংশ। মে মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৫৯ শতাংশ। যা এপ্রিল মাসে ছিল ৮ দশমিক ৬৩ শতাংশ। এছাড়া খাদ্যবহির্ভূত খাতেও মে মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪২ শতাংশ।

যা এপ্রিল মাসে ছিল ৯ দশমিক ৬১ শতাংশ।

বিবিএস আরো জানায়, এপ্রিল মাসে খাদ্যপণ্যের দাম কমেছে। বিশেষ করে আলু, চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি ও মসলার দাম। বিবিএসের হিসাবে বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালী, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণ এবং বিবিধ সেবাখাতের মূল্যস্ফীতির হারও কমেছে।

সম্প্রতি দেশের বাজারে মূল্যস্ফীতি কিছুটা কমতে থাকলেও, গত ২৭ মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
Editor

Editor

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT