ঢাকা | শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ ইং | ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাজারে আসছে নতুন টাকার নোট

author
Editor

প্রকাশিত : May 27, 2025 ইং
ad003

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, শিগগিরই বাজারে আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট। এসব নোটে কোনো ব্যক্তির ছবি থাকবে না৷

শনিবার রাজধানীর আগারগাঁও দেশের প্রথম ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

এসময় বিশেষ অতিথি ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর Hoe Yun Jeong। সরকার ও এডিবির সহায়তায় এই পাইলট প্রোগ্রামে এদিন চুক্তিবদ্ধ হয়েছে পাঁচটি বেসরকারি ব্যাংক।

আহসান এইচ মনসুর বলেন, নতুন নোট ছাপানো শুরু হয়েছে। এতে কোনো ব্যক্তির ছবি থাকছে না। নতুন নোটে থাকবে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। ঈদে বাজারে প্রথমে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট আসবে।

মনসুর বলেন, দেশে থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অঙ্গিকার। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হওয়ায় তা ফেরত পাঠাতে চাপ তৈরি হয়েছে। পাচারকৃত অর্থ ফ্রিজ করার মাধ্যমে অর্থ ফেরত আনার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।

গভর্নর বলেন, দেশের প্রথম ক্রেডিট এনহ্যান্সমেন্ট এই স্কিমের আওতায় পিকেএসএফ অংশীদার এমএফআই গুলোকে ২৪০ কোটি টাকার রিজার্ভ তহবিল ভিত্তিতে ব্যাংক ঋণ গ্যারান্টি দেবে। ঋণের গ্যারান্টি অনুযায়ী এককালীন ০.৫ শতাংশ কমিশন আদায় করা হবে৷ এর মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংক ঋণ পাওয়া সহজ হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
Editor

Editor

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT