ঢাকা | শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ ইং | ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় ঈদুল আজহার তারিখ ঘোষণা

author
Editor

প্রকাশিত : May 28, 2025 ইং
ad003
যাযাদি ডেস্ক

ইসলামী চন্দ্র বছরের শেষ মাস জিলহজের চাঁদ দেখা নিয়ে মঙ্গলবার (২৭ মে) আরব বিশ্বসহ মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে কার্যক্রম চলছে। বিশ্বের বিভিন্ন দেশের জ্যোতির্বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছেন, মধ্য ও পশ্চিম এশিয়া, আফ্রিকার বেশিরভাগ অংশ এবং ইউরোপের কিছু অঞ্চল থেকে দূরবীন দিয়ে চাঁদ দেখা সম্ভব হতে পারে। আর যুক্তরাষ্ট্রের অনেক জায়গা থেকে খালি চোখেই চাঁদ দেখা যেতে পারে।

এরই মধ্যে বিশ্বের কিছু দেশ ঈদের তারিখ ঘোষণা করেছে:

ব্রুনাই
ব্রুনাইয়ের চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে যে, ২৮ মে (বুধবার) হবে জিলকদ মাসের শেষ দিন। কারণ ২৭ মে চাঁদ দেখা যায়নি। সে হিসেবে ২৯ মে (বৃহস্পতিবার) থেকে জিলহজ মাস শুরু হবে এবং ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন, শনিবার।

মালয়েশিয়া

মালয়েশিয়াও একই সিদ্ধান্ত নিয়েছে। ২৮ মে হবে জিলকদর শেষ দিন, ২৯ মে থেকে জিলহজ শুরু হবে। সে অনুযায়ী, ঈদুল আজহা পড়বে ৭ জুন।

ইন্দোনেশিয়া

গালফ নিউজের খবরে বলা হয়েছে, ইন্দোনেশিয়া ২৮ মে (বুধবার) থেকে জিলহজ গণনা শুরু করবে এবং ঈদুল আজহা উদযাপন করবে ৬ জুন (শুক্রবার)। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
Editor

Editor

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT