ঢাকা | শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ ইং | ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যারিস্টার আবদুর রাজ্জাকের মৃত্যুতে সুপ্রিম কোর্টের বিচারকাজ আজ আধা বেলা বন্ধ

author
Editor

প্রকাশিত : May 19, 2025 ইং
ad003

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাকের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সোমবার উভয় বিভাগে আধা বেলা বিচারকাজ বন্ধ থাকবে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আজ আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত চলবে। হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম চলবে বেলা সোয়া একটা পর্যন্ত। এর পর উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বেলা ১১টায় সুপ্রিম কোর্টের মূল ভবনসংলগ্ন বাগানে আবদুর রাজ্জাকের জানাজা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
Editor

Editor

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT